Pages

বৃষ্টি জলের সাথে (মুস্তাফা গোলাম)


নিক্কণ সুরে ঝরা
ছলছল বেদনা,
ভাসিয়ে নদীকূল
একান্ত নিরিবিলে–
হৃদয় বৃষ্টিরূপে-
ঝরে হয় ঝরণা ।
প্রাণের আকুলতা
হৃদয়েরে ব্যাকুলে!
ঘুনে ধরা স্মৃতিরা
আবার ঘিরে ধরে;
টেনে নেয় অতীতে,
কোথায় কোন রাতে
আমারি হাতখানি
অচেনা প্রিয়া হাতে
রেখেছিলাম ভুলে ।
নব্য প্রেমের জ্বরে
প্রেমহীন নারীরে
বেসে ছিলেম ভালো ।
সেই প্রেম আজিকে
বরসার দুর্দিনে
চক্ষু বাদল ধারায়
এ ভুল ভেংগে দিলো
আকাশের নীলিমা
নেমে এলো এ মনে।
কচু পত্রে শিশির
আর নারীরে প্রেম
দু’য়ে গড়ে এ জগতে,
ক্ষণস্থায়ী হেরেম।

1 comment:

 
 
Blogger Templates